Sunday, July 1, 2012

সবুজ রং মিশ্রিত অর্থনীতি


ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে ২০ বছর পর বিশ্ব রক্ষা কর্তারা বিশ্বসভায় বসিয়াছেন।

আলোচনা, তর্কবিতর্ক, ঝগড়া বা বিবাদ—সবই চলিতেছে সমান তালে।

ধনী দেশগুলো চাহিতেছে সবুজ অর্থনীতি, আর দরিদ্র দেশগুলো চাহিতেছে দারিদ্র্য বিমোচন।

ধনী দেশগুলো জানাইয়া দিয়াছে...তাহাদের অর্থনৈতিক সংকট চলিতেছে... এই হেতু দারিদ্র বিমোচনে দান-খয়রাত করিবার মতো কোন অর্থ তাহাদের নাই। তবে সবুজ অর্থনীতিতে টাকা ঢালিতে হইলে অর্থ বরাদ্দ দেওয়া যাইতে পারে...

এতোদিন ধরিয়া “দারিদ্র বিমোচন” বলিয়া গলা শুকাইলো যাহারা... তাহারাই আজ বলিতেছে “দারিদ্র বিমোচন” এখন আর কোন গুরুত্বপূর্ন বিষয় নহে...

রিও ডি জেনিরোতে ১৯৯২ সালে ১১০টি দেশের নেতারা বসিয়া বিশ্বকে বাসযোগ্য করিবার অভিপ্রায়ে “সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা” নির্ধারণ করিয়াছিলেন...

একমতও হইয়াছিলেন। ধনী দেশগুলো তাহাদের জিডিপির ১ শতাংশ দরিদ্র দেশের দারিদ্র্য বিমোচনে ব্যয় করিবেন—এমন প্রতিশ্রুতিও দিয়াছিলেন।

কিন্তু পরিতাপের বিষয় এই যে, ধনী দেশ গুলো তাহাদের প্রতিশ্রুতি রক্ষা করে নাই... দরিদ্র দেশগুলো প্রতিশ্রুতি অনুযায়ী সহায়তা হইতে বঞ্চিত হইয়াছে।

এখন অনেকে আবার গলা ফাটাইয়া বলিতেছে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য নির্ধারণ, টেকসই উন্নয়ন—এ সবই ছিল লোক দেখানো বিষয়।

অর্থ আয়ের কৌশল গুলো আমার কাছে জলবৎতরলং হইলেও... অর্থনীতির অর্থ আমার কাছে তেমন বোধগম্য নয়। তাই এই বিষয়ে লিখিতে গিয়া আমার তেমন কোন রসবোধও জাগে না...

অর্থনীতির অর্থ দুর্বোধ্য ঠেকিলেও... “দারিদ্র বিমোচন” শব্দ-দ্বয়ের মর্মার্থ উপলব্ধি করিতে কোন বেগ পাইতে হয় না।

দরিদ্র দেশ গুলোর দারিদ্র বিমোচনের কথা উঠিতেই ধনী দেশ গুলো অর্থসংকটের ধুয়া তুলিয়া নিজেদের দারিদ্রতাকে সামনে তুলিয়া ধরিতেছে... অথচ... তাহাদের যুদ্ধ-বিগ্রহ করিবার অভিপ্রায়ে কোন ধরনের ভাটা পরিলক্ষিত হইতেছে না।
আফগানিস্তান, ইরাক, এখন আবার ইরান... তালিকাটি দিন দিন দীর্ঘ হইতে দীর্ঘতর হইতেছে।

যুগে যুগে ইহাই চলিয়া আসিতেছে...ধনীরা যাহা বলিবে আমাদিগকে তাহাই করিতে হইবে... তাহারা যাহা বলিবে তাহাই সঠিক... মানিয়া লইতেই হইবে...

কিন্তু ভিতরের সত্য এই যে, উহারা নিজেদের স্বার্থকে সার্থক করিতে... উপযাচক হইয়া যেমন যুদ্ধ বাধাইয়া থাকে... তেমনি নিজেদের ধ্যান ধারণা গুলো দরিদ্র দেশ গুলোর উপর চাপাইয়া দিতে বিভিন্ন ধরনের কুটকৌশল অবলম্বন করিয়া থাকে... নিজেদের স্বার্থ সিদ্ধি করাই যে উহাদের স্বভাব...

তাইতো ‘সবুজ অর্থনীতি’র নামে শৌখিন ও ব্যয়বহুল উন্নয়নের ধারণা দরিদ্র দেশগুলোর ওপর চাপানোর চেষ্টা চলিতেছে।

ইহার পিছনের স্বার্থ কি?

উন্নত দেশগুলো তাহাদের চলমান মন্দা কাটাইয়া উঠিতে দরিদ্র দেশগুলোর ওপর ‘সবুজ অর্থনীতি’ নামক নতুন বাণিজ্য ব্যবস্থা চাপাইয়া দেওয়ার চেষ্টা করিতেছে। ধনীদের জীবনমান রক্ষা, মুনাফার ও লোভের গায়ে সবুজ রং লাগাইয়া চোখে ধুলা দেবার চেষ্টা চলিতেছে।

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাইয়াছে, বায়ু দূষণের মাত্রা বাড়িয়া গিয়াছে, বাতাসে কার্বনের পরিমাণ বাড়িয়া যাইতেছে। পরিবেশ রক্ষায় আমাদের সচেতনতা অনস্বীকার্য।

কাউকে মাথায় কাঁঠাল ভাঙ্গিয়া খাইবার সুযোগ না দিয়া এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সরকারগুলোর সুপরিকল্পনা থাকা উচিত বলিয়া প্রতিভাত হইতেছে।



প্রকাশকালঃ ২১ জুন ২০১২

No comments:

Post a Comment

Thank you for your time. I will get back to you soon.
Nathan