Sunday, July 1, 2012

নীতিবান দুর্নীতিবাজ

নীতিবান বলিয়া পরিচিতি আমার
মাথা উঁচু করিয়া চলি,
পথ চলিতে যাহাকেই পাই
নীতির কথা বলি।

কালো বিড়াল আর কালো বানররা
ছোটে আমার পিছে,
আমি কিন্তু বাপু দেখেও দেখি না
ধরা পড়ে যাই মিছে।

নীতির সংগা জানে না যাহারা
দুর্নীতিবাজ কহে আমায়,
নতুন করিয়া দুর্নীতির সংগা
আমায় শিখাইতে চায়।

আমি যাহা করি তাহাই নীতি
ঠিক আর বেঠিক,
আমায় নিয়া কথা বলিলে কিন্তু
শাস্তি পাইবি ঠিক।

এরপরও যদি বুঝিতে না পারিস
মূর্খ বলিব তোরে,
নীতিগতভাবে ক্ষমা চাইতে হবে
সবার সামনে করজোড়ে।

...আবদুল্লাহ আবু সায়ীদ স্যার কে ক্ষমা চাইতে হবে, এই সংবাদটি পাওয়ার পর ছড়াটি রচিত হইয়াছে...

No comments:

Post a Comment

Thank you for your time. I will get back to you soon.
Nathan