Sunday, May 13, 2012

হ্যালো তোমাকেই বলছি...


জীবনের তাগিদে সবাই দৌড়াচ্ছে।

কিন্তু তুমি চেয়ে দেখ তোমার আশপাশে কেউ নেই। এই দৌড়ানোর মাঝেই শেষ হয়ে যাবে তোমার জীবন নামের এই অধ্যায়।

নিজের স্বার্থে যে জীবন তুমি বেছে নিয়েছ, তাতে তো সব হারিয়েছ। আজ কেউ নেই তোমার পাশে। যাওবা দু’একজন কে তোমার  নিজের মনে করছ প্রয়োজন ফুরোলে তারাও থাকবে না একদিন। তুমি তো আমিত্ব নামক মহা অসুখে ভুগছ।

তুমি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছ। জ্ঞান লাভের সাথে সাথে মানুষের চিন্তাধারায় অনেক পরিবর্তন আসে। কিন্তু মনুষ্যত্ব হারিয়ে ফেলে বলে শুনিনি।

এখন তুমি পুরদস্তুর প্রফেশনাল হয়ে গেছ তাই এখন তোমার ভালবাসার প্রকাশও হয়ে গেছে মাপা! 


হ্যালো আমি তোমাকেই বলছি...

সবাই যখন ফোনে, চিঠিতে, আকাশের দিকে তাকিয়ে, মাটির নীচে মাকে খুঁজে বেড়াচ্ছে বা অনুভব করার চেষ্টা করছে... তুমি তখন কফির ধোঁয়ায় আর ফেসবুকের মাঝে কৃত্রিম আনন্দ খুঁজছ। 

তোমার আবেগ ও বিবেক সবকিছুর অস্তিত্ব আজ লুপ্ত প্রায়।


তোমার মত বিবেকহীন শিকড় ভুলে যাওয়া মানুষকে মনের হীনতা ,দৈনতা মুছে ফেলার সুযোগ দিতে একটি প্রতিকী দিবস রয়েছে যার নাম “মা দিবস”। অবশ্য মনের হীনতা ,দৈনতা মুছে ফেলার কাজটি তুমি যে কোন দিনই করতে পার।

আজ সেই দিন।

ওহ তুমিতো আবার লাভ ক্ষতি ছাড়া কোন কাজ কর না।


তোমার জ্ঞাতার্থে জানাই এই দিনে তুমি বিনামূল্যে মনের হীনতা ,দৈনতা মুছে ফেলে মাকে ভালবাসার কথা জানাতে পার। এর বিনিময়ে বিনামূল্যে পাবে মায়ের হৃদয় নিংড়ানো স্বর্গীয় ভালবাসা।

No comments:

Post a Comment

Thank you for your time. I will get back to you soon.
Nathan